মহামারী অবসানের পথে নয়: তেদ্রোস

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২০, ২০২২, ১২:৩৭ এএম

মহামারী অবসানের পথে নয়: তেদ্রোস

খ্যাতিমান সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচির এক বক্তব্যের প্রেক্ষাপটে বিশ্ব সম্প্রদায়কে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনাভাইরাস মহামারী ‘কোথাও অবসানের পথে নয়’।

বুধবার বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়, আধিপত্য বিস্তার করা নতুন ধরন ওমিক্রনে মৃদু উপসর্গ দেখা দেয় এবং ঝুঁকির মাত্রা কম থাকার ধারণা সম্পর্কেও হুঁশিয়ার করেন ডব্লিওএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।

জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব বিষয়ে সতর্ক অবস্থান ব্যক্ত করে তিনি জানান, গত সপ্তাহে বিশ্বজুড়ে ১৮ কোটি মানুষ ওমিক্রনে সংক্রমিত হয়েছেন।

এর আগে ওমিক্রনের মধ্য দিয়ে প্রাণঘাতী মহামারী পর্বটি ‘এনডেমিক’ বা সাধারণ রোগের স্তরে পৌঁছাতে পারে বলে আশার কথা শুনিয়েছিলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি।

“তবে সেটা তখনই ঘটবে, যদি আমাদের সামনে এমন একটি নতুন ভ্যারিয়েন্ট হাজির না হয়, যেটা আগের ভ্যারিয়েন্টের মাধ্যমে শরীরে তৈরি হওয়া প্রতিরোধ ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে,” সতর্ক করে বলেছিলেন ফাউচি।

Link copied!