গ্রিসে যাওয়ার পথে বরফে জমে মারা গেলেন সুনামগঞ্জের যুবক

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১২, ২০২৩, ০৯:০৮ পিএম

গ্রিসে যাওয়ার পথে বরফে জমে মারা গেলেন সুনামগঞ্জের যুবক

তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে তীব্র ঠান্ডায় বরফে জমে মারা গেলেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঠাকুরভোগ গ্রামের যুবক তানিল। গত ৯ ডিসেম্বর তুর্কি সীমান্ত দিয়ে গ্রিসে যাওয়ার পথে মারা যান তিনি।

তানিলের বাবা মৃত গিয়াস উদ্দিন, মা সেলিনা বেগম। চার ভাইয়ের মধ্যে তানিল ছিলেন সবার বড়। স্থানীয় একটি কলেজে বিবিএ শেষ বর্ষের ছাত্র ছিলেন তিনি। এলাকায় ভালো ফুটবলার হিসেবে তাঁর পরিচিতি ছিল। আর্থিক অবস্থা ভালো না থাকায় ইউরোপে গিয়ে দিনবদলের স্বপ্ন দেখেছিলেন তিনি।

সোমবার রাতে তুরস্কে থাকা একই উপজেলার টাইলা গ্রামের মাসুম আহমদ মুঠোফোনে তানিলের বাড়িতে জানান, কয়েকজন দালালের মাধ্যমে হেঁটে তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন তানিল। তখন তীব্র ঠান্ডা ছিল। তুরস্ক সীমান্তের কাছাকাছি একটি পাহাড়ে গিয়ে তানিল ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েন। সেখানেই তিনি মারা যান। তিনি মুঠোফোনে মৃত তানিলের ছবিও পাঠিয়েছেন।

পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান খোকন জানান, তুর্কি থেকে সীমান্ত পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার সময় প্রচণ্ড ঠান্ডায় তানিলের মৃত্যু হয়।

এদিকে, তানিলের মৃত্যুর খবরে পরিবারের সদস্যদের মাঝে চলছে শোকের মাতম। কেঁদে কেঁদে বার বার মূর্ছা যাচ্ছেন তানিলের মা। পরিবারের দাবি দ্রুত যেন তানিলের মরদেহ দেশের আনার ব্যবস্থা করা হয়।

Link copied!