অক্টোবর ১৮, ২০২২, ১২:১৬ পিএম
একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মাসুম আজিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মাসুম আজিজের চলে যাওয়াটা মেনে নেওয়া কঠিন। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তাঁর অসাধারণ উপস্থাপনা এবং একুশে পদকপ্রাপ্তি গর্বের বিষয়। তিনি বিরল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন।
মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে মাসুম আজিজের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, অভিনেতা মাসুম আজিজ আমাদের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন একজন গুণী অভিনেতা। তাঁর মৃত্যুতে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
নৌপ্রতিমন্ত্রী বলেন, মাসুম আজিজের জীবন ও কর্মজীবন অনুসরণীয়। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের পক্ষে মাসুম আজিজ কোন আপস করেননি। অনেক সংকটকালীনেও তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে কথা বলেছেন।