মৃদু শৈত্যপ্রবাহ, দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২, ২০২২, ০৬:৫৩ পিএম

মৃদু শৈত্যপ্রবাহ, দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা

উত্তরের জেলা দিনাজপুরে গত ছয় দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। বুধবার আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়।

আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন, ধীরে ধীরে তাপমাত্রার‌ বৃদ্ধির ফলে শীতের প্রকোপ থাকবে না। যদিও আগামী দুই-তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তখন আবার তাপমাত্রা কমে যেতে পারে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দিনাজপুরে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯০ শতাংশ; আর বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৭-৮ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।

Link copied!