ময়মনসিংহ মেডিকেলে করোনায় একদিনে ২১ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২০, ২০২১, ১১:৪৬ এএম

ময়মনসিংহ মেডিকেলে করোনায় একদিনে ২১ জনের মৃত্যু

করোনাভা্ইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। বিভাগের বিভিন্ন জেলা থেকেও চিকিৎসা সেবা নিতে এই হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে।

মঙ্গলবার (২০ জুলাই) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে।একই সময়ে নতুন ৫৫ জন ভর্তি হয়েছেন। এনিয়ে মঙ্গলবার পর্যন্ত ৩৯২ জন এবং আইসিউতে ২১ জন চিকিৎসাধীন আছেন।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন মঙ্গলবার (২০ জুলাই) সকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এই চিকিৎসক বলেন, ‘মঙ্গলবার গত ২৪ ঘন্টায় মৃত ২১ জনের মধ্যে করোনা পজিটিভ শনাক্ত ছিলেন ৭জন। অন্য ১৪ জন করোনার বিভিন্ন  উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে যারা  করোনা পজিটিভি শনাক্ত ছিলেন তারা হলেন, ময়মনসিংহ ভালুকা উপজেলার সাগর (২৫) ও মোকসেদুল (২৮), হালুয়াঘাট উপজেলার প্রদীপ সাগমা (৮৩) নেত্রকোনা পূর্বধলা উপজেলার আক্কাছ আলী (৬৫), কেন্দুয়া উপজেলার সালেহা (৭০), টাঙ্গাইল মধুপুরের ফরিদা ইয়াসমিন (৫৩) এবং জামালপুর সদরের হেরা লাল (৫৫)।

মৃতদের মধ্যে যারা করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তারা হলেন- ময়মনসিংহ সদরের সালমা (২০), নওসের আলী (৯০), শহিদুল (৬০), গৌরীপুর উপজেলার মোহাম্মদ আলী (৭০), ফুলপুর উপজেলার শরিফুদ্দিন (৬০), মুক্তাগাছা উপজেলার নাসিমা (৪০), মোমেনা বেগম (২৫), হাজেরা (৭০), নেত্রকোনা সদরের রিয়াসুল হক (৫৫), টাঙ্গাইল সদরের মোমেনা (৬০), শখিপুর উপজেলার আব্দুল হাকিম (৬০), শেরপুর নকলা উপজেলার মঞ্জুর (৬৫), গাজীপুর সদরের দীপক সরকার (৪৫) ও জামালপুর সরিষাবাড়ি উপজেলার উমর আলী (৬৫)।

এদিকে, মংমনসিংহ জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম দ্য রিপোর্টকে জানান,মঙ্গলবার গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২০১ জন। এই সময়ে ৯২৪ জনের নমুনা পরীক্ষায় তারা করোনা পজিটিভ শনাক্ত হন।

নমুন পরীক্ষার বিবেচনায় শনাক্তের শতকরা হার ২১ দশমিক ৭৫।’ এই নিয়ে ময়মনসিংহর জেলায় মোট ১১ হাজার ৯৮২ জন ‍করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন। জেলায় এ পর্যন্ত ৮ হাজার ৫৮৪ জন সুস্থ হয়েছেন।

Link copied!