ডিসেম্বর ১৪, ২০২২, ০৪:৫১ পিএম
যত দিন মনে হবে টিসিবির পণ্য দেওয়া দরকার, তত দিন দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ বুধবার দুপুরে রংপুরে দুই দিনের সফরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
নিত্যপণ্য আমদানির বিষয়ে টিপু মুনশি বলেন, আটটি পণ্য বাকিতে আমদানি করার সুযোগ দেওয়া হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে পরবর্তী সময়ে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন কি না, এটি একটি বিষয়। আরেকটি বিষয়, আমদানি করার সময় ডলারের দাম বেশি হচ্ছে কি না। রমজান মাস উপলক্ষে বিশেষ বিবেচনায় এসব পণ্য আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমদানি পণ্য ও ডলারের দাম বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আমাদের দেশে ডলারের দাম বেড়েছে। এতে ইমপোর্ট আইটেমগুলোর ওপর প্রভাব পড়েছে। আমরা সে অনুযায়ী হিসাব-নিকাশ করি। অন্যান্য দেশে যে মূল্যস্ফীতি হয়েছে, তা থেকে আমাদের দেশে কম আছে। যার জন্য আমাদের দেশে প্রভাব পড়েনি। অন্যান্য দেশের চেয়ে আমরা ভালো আছি।