যশোরের অভয়নগর উপজেলার ভাঙাগেট এলাকায় বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে চালক ও শ্রমিক মারা গেছেন। এতে আহত হয়েছে আরও ৫জন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে ইজিবাইকের চালক অভয়নগরের মশরহাটি গ্রামের সবর আলীর ছেলে শহিদুল ইসলাম (৪২)। তবে অপর নিহত শ্রমিকের তাৎক্ষণিক নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকদের নিয়ে একটি ইজিবাইক উপজেলার ভাঙাগেট এলাকা থেকে যশোর-খুলনা মহাসড়ক দিয়ে নওয়াপাড়া বাজারের দিকে যাচ্ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস আরেকটি পরিবহনকে পাশ কাটাতে গিয়ে ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত হন ইজিবাইক চালকসহ ৬ শ্রমিক।
পরে খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি দল এবং নওয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া রহমান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই দু’জন মারা যান। আহতদের মধ্যে গুরুতর চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আলম বলেন, বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে অভয়নগর থানায় মামলা দায়ের হয়েছে।