রওশন এরশাদের ডাকা ২৬ নভেম্বরের জাতীয় সম্মেলন স্থগিত

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩১, ২০২২, ০৯:১৭ এএম

রওশন এরশাদের ডাকা ২৬ নভেম্বরের জাতীয় সম্মেলন স্থগিত

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের ডাকা জাতীয় পার্টির ১০ম কাউন্সিল স্থগিত করা হয়েছে। রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ২৬ নভেম্বর এই কাউন্সিল হওয়ার কথা ছিলো।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি আহুত আগামী ২৬ নভেম্বর পার্টির ১০ম জাতীয় সম্মেলন স্থগিত করা হলো। রবিবার সন্ধ্যায় গুলশানে দলের কাউন্সিল সমন্বয় কার্যালয়ে সম্মেলন প্রস্ততির কার্য নির্বাহী কমিটির জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়। যা গণমাধ্যমে প্রকাশে অনুমোদন দেন ১০ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্।’

প্রসঙ্গত, রওশন এরশাদ রাজধানীর একটি হোটেলে মতবিনিময় সভা শেষে আগামী ২৬ নভেম্বর জাতীয় পার্টির বিশেষ কাউন্সিল ডেকেছিলেন।কাউন্সিল ডাকার পরদিনই জাতীয় পার্টির সংসদীয় দলের সভা ডেকে রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতার পদ থেকে সরিয়ে জাপার চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরকে স্থলাভিষিক্ত করার সিদ্ধান্ত হয়। সেই সভায় মসিউর রহমানও অংশ নেন ও সভার কার্যবিবরণীতে সই করেন। পরে তার নেতৃত্বেই সংসদীয় দলের সিদ্ধান্ত স্পিকারের কাছে পৌঁছানো হয়। কিন্তু দলীয় সিদ্ধান্ত এখনো কার্যকর হয়নি সংসদে।

Link copied!