রবিবার ঢাকাসহ বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৫, ২০২১, ১১:০১ পিএম

রবিবার ঢাকাসহ বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা

ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় রবিবার (৬ জুন) অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশে কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৫ জুন) সন্ধ্যা ৬টা থেকে রবিবার (৬ জুন) ২৪ ঘন্টার আবহাওয়ার অবস্থা সম্পর্কে অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার ওই পূর্বাভাসে আরও বলা হয়, গোপালগঞ্জ, দিনাজপুর ও নীলফামারী অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষর করা আবহাওয়ার ওই পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছ।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়,পশ্চিমা লঘুচাপের একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু মিয়ানমারের উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং তা আরও অগ্রসর হওয়ার জন্য অবহাওয়াগত পরিস্থিতি অনুকূলে রয়েছে।

সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্নাস পেতে পারে বলেও আবহাওয়ার ওই পূর্বাভাসে বলা হয়েছে।

এদিকে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। আগামী ৭ জুনের পর থেকে বৃষ্টির পরিমাণ দেশের দক্ষিণাংশে বাড়তে থাকবে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়।

Link copied!