রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ০৯:২৯ পিএম

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট

রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় একটি ১২ তলা একটি ভবনে আগুন লেগেছে। রবিবার সন্ধ্যা সাতটার দিকে ভবনের সপ্তম তলায় এ আগুন লাগে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে বলেও সংস্থাটি জানায়।  

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “আজ (রবিবার) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গুলশান-২ নম্বরে একটি ভবনে আগুন লাগুন লেগেছে বলে জানতে পারি। সংবাদ পাওয়ার পরই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে সেখানে আরও তিনটি ইউনিট পাঠানো হয়েছে।”

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, “ভবনটি আবাসিক। সাততলায় আগুন লেগেছে। ১২ ও আটতলায় অনেকেই আটকা পড়েছেন বলে খবর পেয়েছি।” আগুন লাগার কারণ ও হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি বলেও তিনি জানান।

Link copied!