রাজধানীতে ১৪ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২০, ২০২১, ১০:১৯ পিএম

রাজধানীতে ১৪ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলশান ২নং সার্কেলে একটি ১৪ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট কাজ করেছে। শেষ খবর পাওয়া পযন্ত রাত সাড়ে ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে। 

শনিবার(২০ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেয়ান আজাদ বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, “শনিবার রাত ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। গুলশান-২ নম্বরের ১৪ তলা ভবনের তিনতলায় আগুন লাগে। রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ভবনে ইউনিমার্টের একটি শাখা রয়েছে বলে জানতে পেরেছি।” তবে তৃতীয় তলায় কি ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল তা প্রাথমিকভাবে তিনি জানাতে পারেনি। 

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরও বলেন. “ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান দ্য রিপোর্ট ডট লাইভকে জানান, গুলশান ২ নম্বরের ইউনিমার্ট ভবনের তৃতীয় তলায় একটি রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Link copied!