রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৩, ০৯:২৭ পিএম

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগতে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি জানান,  বেশ কয়েকটি পরীক্ষার জন্য ম্যাডামকে (খালেদা জিয়া) হাতপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে,  বিকেল সাড়ে ৫টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গুলশানের বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। হাপসপাতালের উদ্দেশ্যে যাত্রার আগে বাসভবনে দেখা করতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় তার সাথে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম, ইশরাক হোসেন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৭ ফেব্রুয়ারি এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি।

 

প্রসঙ্গত, দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। করোনা মহামারি শুরুর পর ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে বিএনপি প্রধানকে সাময়িক মুক্তি দেয় সরকার। তাঁর মুকিতর মেয়াদ এপর্যন্ত ছয় দফায় বাড়ানো হয়েছে।

Link copied!