মার্চ ২৮, ২০২৩, ০৭:৫৩ পিএম
রাজধানীর গুলশানে শাহজাদপুর এলাকা থেকে গ্রেফতার হওয়া জামায়াতের ১১ নেতাকর্মীর প্রত্যেককে একদিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এই রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন-হোসাইন বিন মানসুর, মুফতি রহমতুল্লাহ বিন তোফাজ্জল হোসেল, এ কে এম আব্দুস সালাম, আব্দুল্লাহ আল মাহফুজ, সাইমুম জামিল, মো. হাফিজুর রহমান, আঞ্জুম বিন কামাল, নূর মোহাম্মদ মনির, সালাহউদ্দীন সাব্বির, আব্দুর নূর ওরফে নূরনবী ও মো. নাসির উদ্দীন।
আরে আগে, আদালতে হাজির করে আসামিদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে প্রত্যেক আসামির জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গতকাল সোমবার রাতে রাজধানীর গুলশান থানার শাহজাদপুর এলাকা থেকে জামায়াতের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ।
পুলিশ জানায়, শাহজাদপুরের একটি বাসায় জামায়াত-শিবিরের বেশ কয়েকজন নেতাকর্মী বৈঠক করছেন-এমন সংবাদ জানতে পেরে গুলশান থানা পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াতের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে কিছু বই ও ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে একটি মামলা করে পুলিশ।