রাজারবাগ পুলিশ লাইনসে ঈদের জামাত পড়েন আইজিপি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩, ২০২২, ০৭:১৫ পিএম

রাজারবাগ পুলিশ লাইনসে ঈদের জামাত পড়েন আইজিপি

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। সকাল সাড়ে ৮টার জামাতে অংশ নেন তিনি। নামাজে ঊর্ধ্বতন পুলিশের কর্মকর্তা, সদস্য ও বিপুলসংখ্যক মুসল্লিরা অংশগ্রহণ করেন।

নামাজ শেষে আইজিপি পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। নামাজে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এবার সারা দেশে র‌্যাব ও পুলিশের ব্যাপক তৎপরতায় ঈদযাত্রা অনেকটাই নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলে গত কয়েকদিন ধরে তথ্য দিচ্ছে গণমাধ্যমগুলো। 

Link copied!