লকডাউনের প্রথম দিনেই আটক তিন শতাধিক

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১, ২০২১, ০২:০৬ পিএম

লকডাউনের প্রথম দিনেই আটক তিন শতাধিক

লকডাউনের প্রথমদিন সর্বোচ্চ কঠোর অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ অবস্থায় প্রথমদিন অযথা বাইরে বের হওয়ায় এ পর্যন্ত সারা দেশে আটক হয়েছে তিন শতাধিক। বৃহস্পতিবার (১ জুলাই) ভোর থেকে শুরু হওয়া এই 'কঠোর লকডাউনে' রাজধানীর রাজপথ অনেকটাই ফাঁকা।

সরজমিনে রাজধানী ঘুরে দেখা যায়, জরুরি কাজে নিয়োজিত সরকারি গাড়ি, পণ্যবাহী যানবাহন এবং রিকশা-ভ্যান ছাড়া আর তেমন কোন গাড়ি নেই। ব্যক্তিগত কিছু গাড়ি চলছে। আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকায় এ ধরণের গাড়ি বেশি দেখা যাচ্ছে বিমানবন্দর এলাকায়।

রাজধানীর কাকলী, গুলশান-২, শাহবাগ সহ অধিকাংশ গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় থাকতে দেওয়া হচ্ছে না। সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সারা দেশেই সেনা মোতায়েন করা হয়েছে। সকালে গুলশান, রামপুরা ও হাতিরঝিল এলাকায় সেনাবাহিনীর টহলওদেখা গেছে।

অকারণে রাস্তায় বের হলে শাস্তি কার্যকরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ১০৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মাঠে রাখা হয়েছে।

লকডাউন দেখতে বের হয়ে শাস্তি পেয়ে ফিরছেন চট্টগ্রামের এক পথচারী।
লকডাউন দেখতে বের হয়ে শাস্তি পেয়ে ফিরছেন চট্টগ্রামের এক পথচারী।

চট্টগ্রামে শেষ খবর পাওয়া পর্যন্ত ২১ ব্যক্তিকে আটক করা হয়েছে। একই সময় ৫টি গাড়ি আটক করা হয়। মামলা দায়ের করা হয়েছে ১০টি গাড়ির বিরুদ্ধে।

১৮৮০ সালের দণ্ডবিধির ২৬৯ ধারায় বলা হয়েছে, কেউ যদি বেআইনিভাবে বা অবহেলা করে এমন কোন কাজ করেন, যা জীবন বিপন্নকারী মারাত্মক কোন রোগের সংক্রমণ ছড়াতে পারে, তা জানা সত্ত্বেও বা বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও তা করেন, তাহলে তাকে ছয়মাস পর্যন্ত কারাদণ্ড, বা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড দেওয়া যাবে।

বিগত কয়েকদিন যাবত এই আইনে শাস্তি প্রদানের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছিলো। কিন্তু তারপরও অকারণে রাস্তায় এসেছে মানুষ। লকডাউন কেমন চলছে তা দেখতে আসা এক যুবককে কান ধরে হাঁটানোর শাস্তি দিতেও দেখা গেছে।

কিছুদিন আগেই ঢিলেঢালাভাবে চলেছে লকডাউন। মানুষের মধ্যে সচেতনতার অভাবের কারণে এই ঢিলেঢালা লকডাউনে করোনা ভাইরাসে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে বিগত ৩ সপ্তাহে। আর সে কারণেই কঠোর লকডাউনের ডাক দিয়েছে সরকার।

Link copied!