সেপ্টেম্বর ২০, ২০২২, ০১:৪১ এএম
রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে আসা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে লন্ডনে দেখা করেছেন ব্রিটেন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা।
সোমবার (১৯ সেপ্টেম্বর) লন্ডনে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া শুরুর ঠিক আগে তাদের সাক্ষাৎ হয়।
এর আগে, স্থানীয় সময় গতকাল রবিবার সন্ধ্যায় বাকিংহাম প্যালেসে রানীর শেষকৃত্য উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে ব্রিটিশ রাজপরিবারের দেয়া অভ্যর্থনায় যোগ দেন বাংলাদেশের সরকারপ্রধান।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে দেখা যায়।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগদান শেষে সোমবার রাতেই জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন। এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ সেপ্টেম্বর সরকারি সফরে লন্ডনে পৌঁছান।