লিবিয়ায় গিয়ে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল-এনটিভির সিনিয়র সাংবাদিক জাহিদুর রহমানের নিখোঁজ হওয়ার কারণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণমাধ্যমে পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংবাদিক জাহিদুর লিবিয়াতে বিনা অনুমতিতে ছবি তোলায় সেখানকার আইন অনুযায়ী আটক হয়েছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লিবিয়াতে নিখোঁজ হওয়া বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমান ও ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামকে উদ্ধারের পর বর্তমানে লিবিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের হেফাজতে রাখা হয়েছে। আশা করা যায়, দু-এক দিনের মধ্যে তারা দেশে ফিরতে পারবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে আরও বলছে, বাংলাদেশি সাংবাদিক লিবিয়াতে বিনা অনুমতিতে ছবি তোলায় সেখানকার আইন অনুযায়ী আটক হয়েছিলেন। লিবিয়ার সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের মধ্যস্থতায় লিবিয়া সরকার তাদের দেশে ফেরার সুযোগ দিয়েছে।
প্রসঙ্গত, গত ২৩ মার্চ লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে সাংবাদিক জাহিদুর রহমান এবং তার সঙ্গী প্রবাসী বাংলাদেশি প্রকৌশলী সাইফুল ইসলাম ও স্থানীয় গাড়িচালক মোহাম্মদ খালেদ নিখোঁজ হন। গত সোমবার তাদের উদ্ধার করে লিবিয়ার গোয়েন্দা সংস্থা। বর্তমানে তারা লিবিয়ার গোয়েন্দা সংস্থার হেফাজতে রয়েছেন।