শবে বরাতে আতশবাজি ও পটকা ফুটানো নিষিদ্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৬, ২০২৩, ০৯:০২ পিএম

শবে বরাতে আতশবাজি ও পটকা ফুটানো নিষিদ্ধ

৭ই মার্চ পবিত্র শবে বরাত।  ধর্মপ্রান মুসল্লীরা এই  রাতে আল্লাহর নৈকট্য ও নিজেদের ব্যক্তি জিবনে সুখ সমৃদ্ধি জন্য ইবাদত বন্দেগি করেন। আবার অনেকে এই রাতে ধর্মীয় রীতিনীতি ছাড়াও বাসায় নানারকম খাবারের আয়োজন সহ বাচ্চারা আতশআাজি ও পটকা ফুটায় বিভিন্ন অলিতে গলিতে।

তবে এবছর শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং ধর্মীয় ইবাদত শান্তিপূর্ণ ভাবে উদযাপন নিশ্চিতকরনের লক্ষ্যে আতশবাজি,পটকা,বিস্ফোরক দ্রব্যসহ অন্যান্য ক্ষতিকারক ও দ্রষনীয়দ্রব বহন ও ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ( ডিএমপি)।

সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬ (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক আগামীকাল (৭ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে ৮ মার্চ ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ থাকবে।

Link copied!