শীঘ্রই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৬:১৩ পিএম

শীঘ্রই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন

করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ ও ভারতের মধ্যকার যাত্রীবাহী ট্রেন চলাচল শীঘ্রই ফের শুরু হচ্ছে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) হলদিবাড়ি রেল স্টেশন এবং রেল ট্র্যাক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।   

তিনি জানান, কোভিড-১৯ মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর বহুল কাঙ্ক্ষিত এই চলাচল শুরু হবে। এই পদক্ষেপের ফলে দুদেশের মধ্যকার বাণিজ্য এবং পর্যটন খাত লাভবান হবে।

ডেপুটি হাইকমিশনার আরও বলেন, ‘ট্রেন চলাচলে নিষেধাজ্ঞা উঠে গেলে বাংলাদেশ ভারতের মধ্যে প্রথম ট্রেন চলবে হলদিবাড়ি-চিলাহাটি সীমান্তে।’ যেহেতু করোনা ভাইরাসের সংক্রমণের হার কমে যাচ্ছে সেকারণে শীঘ্রই হয়তো ট্যুরিস্ট ভিসা চালু করতে পারবো বলেও তিনি মন্তব্য করেন।

ভারতের কোচবিহার জেলার হলদিবাড়ি বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র সাড়ে চার কিলোমিটার এবং বাংলাদেশের নীরফামারি জেলার চিলাহাটি থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত।

প্রসঙ্গত, বাংলাদেশ ভারতের মধ্যে প্রথম আন্তর্জাতিক ট্রেন চলাচল চালু হয় ২০০৮ সালের ১৪ এপ্রিল। উল্লেখ্য, চার মাস বন্ধ থাকার পর গত ৫ সেপ্টেম্বর এয়ার বাবলের আওতায় বাংলাদেশ ভারতের মধ্যে ফের বিমান চলাচল শুরু হয়। 

Link copied!