বাড়তে শুরু করেছে তাপমাত্রা। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে তাপমাত্রা বেড়েছে কোথাও কোথাও ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে এই সপ্তাহে তাপমাত্রা বৃদ্ধির আর কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে তাপমাত্রা গড়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। মঙ্গলবার বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৪ দশমিক ২, গত সপ্তাহে যা ছিল গড়ে ৩১ ডিগ্রির মতো, ময়মনসিংহে আজ ৩৩, যা ছিল ৩০, চট্টগ্রামে ৩১ দশমিক ৫, ছিল ৩২, সিলেটে ৩৫ দশমিক ২, ছিল গড়ে ৩১, রাজশাহীতে ৩২ দশমিক ২, ছিল ৩১, রংপুরে ৩২, ছিল ৩০, খুলনায় ৩১ দশমিক ৮, ছিল গড়ে ৩১ ডিগ্রির মতো এবং বরিশালে ৩৩ দশমিক ১, ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াসের মতো।
আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।