শুক্রবার থেকেই দেশব্যাপী কঠোর লকডাউন শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২২, ২০২১, ০৮:৩৩ এএম

শুক্রবার থেকেই দেশব্যাপী কঠোর লকডাউন শুরু

পবিত্র ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে শিথিল হওয়া লকডাউন বৃহস্পতিবার (২২ জুলাই) শেষ হচ্ছে। আগামীকাল শুক্রবার (২৩ জুলাই) থেকে দেশব্যাপী আবারও শুরু হচ্ছে কঠোর লকডাউন। আগামী ৫ আগষ্ট পর্যন্ত চলা  এবারের এই লকডাউন আগের সব লকডাউন থেকে বেশি কঠোর হবে।

বুধবার (২১ জুলাই) ঈদ উল আজহার প্রথম দিন শেষে রাতের বেলায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমে এসব কথা বলেন। 

ফরহাদ হোসেন বলেন, বিধিনিষেধ শিথিলের মেয়াদ আর বাড়ছে না। ২৩ জুলাই কঠোর বিধিনিষেধ শুরু হয়ে চলবে ৫ আগস্ট পর্যন্ত।

চলতি মাসের ১৩ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনষেধ আরোপ করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনষেধ বাস্তবায়ন করতে মোট ২৩টি বিধিনিষেধ মানার বিষয়ে বলা হয়েছে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত ১ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এই বিধিনিষেধ ছিল ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। পরে বিধিনিষেধের মেয়াদ আরও ৭ দিন অর্থাৎ ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।

Link copied!