রাজধানীর রূপনগর এলাকায় ৫টি সিএনজি অটোরিক্সাসহ সংঘবদ্ধ চোরাকারবারী দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১৭ নভেম্বর) র্যাব-৪ এর একটি অভিযানিক দল রূপনগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার কৃতরা হলেন, মোঃ আরিফ হাওলাদার (২০), মোঃ বেলাল হোসেন (২৭), মোঃ লাল মিয়া (৫২), মোঃ আব্দুল জলিল (৪০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা তাদের উপরে উল্লিখিত নাম ঠিকানা প্রকাশ করে ও উক্ত চুরির বিষয়ে সত্যতা স্বীকার করে।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, ধৃত আসামীরা পলাতক অজ্ঞাতনামা আরো ৪/৫ জন আসামীদের সহযোগীতায় ঢাকাসহ আশেপাশের জেলা হতে সিএনজি অটোরিক্সা চুরি করে এনে পরষ্পরের যোগসাজসে বিভিন্ন মাধ্যমে ভূয়া কাগজপত্র ও নাম্বার প্লেট তৈরি সহ চোরাইকৃত সিএনজি অটোরিক্সার রং পরিবর্তন/পরিবর্ধন করে অবৈধ কাগজপত্র ও নাম্বার প্লেট বসিয়ে ঢাকা মহানগরে চলাচল করে এবং বিভিন্ন নিরিহ ও সহজ সরল লোকদের কাছে বিক্রয় করে থাকে।
উপরোক্ত বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। ভবিষ্যতেও এরূপ সংঘবদ্ধ চোরাকারবারী দলের বিরুদ্ধে র্যাব-৪ এর জোরালো অভিযান অব্যাহত থাকবে।