বোট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সংসদে

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৬, ২০২১, ০৮:৪৬ পিএম

বোট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সংসদে

পরীমণির ওপর হামলার পর আলোচনায় আসা ঢাকা বোট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উত্থাপন করা হয়েছে জাতীয় সংসদে। বুধবার (১৬ জুন) সংসদে 'চাইল্ড ডে কেয়ার সেন্টার বিল -২০২১' নিয়ে আলোচনাকালে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ এ দাবি জানান।

তিনি বলেন, 'দুই দিন আগে একটি ঘটনা ঘটেছিল ... বোট ক্লাবটির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যে তুরাগ নদীর তীরে ভূমি দখল করে নৌকা ক্লাবটি গঠন করা হয়েছে। পুলিশের আইজি হলেন এর সভাপতি।'

তিনি আরও বলেন, 'মহিলাদের কর্মসংস্থান বাড়ানো হয়েছে। তবে কাজ করার উপায়টি কতটা নিরাপদ তা দেখতে হবে। পথে পথে ধর্ষণ হচ্ছে। রাষ্ট্রকে এর বিরুদ্ধে একটি কঠোর অবস্থান নিতে হবে। বলা হয়, যেসব মহিলারা ক্লাবে যাচ্ছেন তারা খারাপ। সেসব পুরুষরা কি খারাপ না? যখন মদ খায় তখন মহিলারা খারাপ হিসাবে চিহ্নিত হন, পুরুষদের জন্যেও কি তা খারাপ নয়? উভয়ের জন্যই এসব হারাম।'

রাজধানীতে কলেজ ছাত্র মুনিয়ার লাশ পাওয়া যাওয়ার ঘটনার বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য বলেন, 'মুনিয়া ব্যভিচারের শিকার হয়েছিল। কে এটা করেছিল? প্রধানমন্ত্রী কী পদক্ষেপ নিয়েছেন? উচ্চ সমাজের লোকেরা এর সাথে জড়িত। তাদের অবশ্যই কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে।'

১৯ এপ্রিল ঢাকার গুলশানের একটি ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় কলেজছাত্রী মোশারাত জাহান মুনিয়ার লাশ পাওয়া গেছে। সেদিন লাশ উদ্ধার হওয়ার পরে মুনিয়ার বোন নুসরত জাহান তানিয়া গুলশান থানায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা দায়ের করেছেন।

Link copied!