নভেম্বর ১৫, ২০২২, ০৭:১৮ পিএম
এবার প্রাণীর প্রতি মমত্ববোধ দেখা গেল সচিবালয়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা সচিবালয়ে কংক্রিট ও লোহার দেয়ালের মাঝখানে ফাঁকা জায়গা থেকে একটি বিড়াল উদ্ধার করেছেন। আজ মঙ্গলবার এ উদ্ধার অভিযান হয়। জানা গেছে, বিড়ালটি ৭ দিন ধরে আটকে ছিল সেখানে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, কনক্রিট ও লোহার দেয়ালের মাঝখানের ফাঁকা অংশে বিড়ালটি পড়ে যায় এক সপ্তাহ আগে। জানতে পেরে পাশে থাকা ক্যান্টিনের মেয়েরা ছোট একটি ফাঁকা জায়গা দিয়ে বিড়াটিকে খাবারও খেতে দেয়। আজই তথ্য অধিদপ্তরের (পিআইডি) অফিস সহায়ক ফোরকান আহমেদ ঝিনুক বিড়ালটি আটকে থাকতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর গাড়ি ও যন্ত্রপাতি নিয়ে হাজির হন ফায়ার সার্ভিস কর্মীরা।
ফোরকান আহমেদ ঝিনুক বলেন, বিড়ালটি এক সপ্তাহ আগে নিচে পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ক্যান্টিন সহকারীরা বিড়ালটিকে খাবার দিচ্ছে কয়েকদিন ধরে।
সচিবালয়ের ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. আলাউদ্দিন গণমাধ্যমকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে দুজন এসে জানালেন ক্লিনিকের পেছনের দিকে একটি বিড়াল আটকা পড়েছে। আমরা সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে চলে যাই। আমাদের যন্ত্রপাতি দিয়ে লোহার দেয়ালের নাটবল্টু কেটে একটা অংশ ফাঁকা করে দিই। পরে বিড়ালটি বেরিয়ে যায়।