সব মহানগরে সমাবেশ, বিএনপির ব্যাপক প্রস্তুতি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৮, ২০২৩, ০৫:২৯ পিএম

সব মহানগরে সমাবেশ, বিএনপির ব্যাপক প্রস্তুতি

বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানো,দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে দেশের  সব মহানগরে শনিবার (১৮ মার্চ) দুপুরে সমাবেশ করবে বিএনপি।

রমজানের আগে যুগপৎ আন্দোলনের শেষ এই কর্মসূচিতে বড় শোডাউনের প্রস্তুতি নিয়েছে দলটি। কেন্দ্রীয় নেতাদের প্রধান করে গঠন করা হয়েছে সমন্বয় টিম। বিএনপি জোটের শরিক গণতন্ত্র মঞ্চ, এলডিপি, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম (মন্টু) ও বাংলাদেশ পিপলস পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য ও সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটও পৃথকভাওেব সমাবেশ করবে বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, ১২ সাংগঠনিক মহানগরে শনিবার দুপুর ২টা থেকে শুরু বিএনপির সমাবেশ। এর মধ্যে,রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যৌথভাবে সমাবেশ করবে  ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও বক্তব্য দিবেন।

এ ছাড়া নারায়ণগঞ্জের সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, খুলনায় ড. আব্দুল মঈন খান, কুমিল্লায় নজরুল ইসলাম খান, চট্টগ্রামে আমির খসরু মাহমুদ চৌধুরী, রংপুরে সেলিমা রহমান প্রধান অতিথি হিসাবে সমাবেশে বক্তব্য রাখবেন।

বরিশালে থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, সিলেটে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, গাজীপুরে বরকত উল্লাহ বুলু, ফরিদপুরে মো. শাহজাহান, রাজশাহীতে অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও ময়মনসিংহে শামসুজ্জামান দুদু। এছাড়াও কেন্দ্রীয় দপ্তর থেকে সাংগঠনিক মহানগরে পাঠানো এক নির্দেশনায় বলা হয়েছে, মহানগরের সব কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা, সাবেক সংসদ সদস্য ও মেয়র অতিথি হিসাবে থাকবেন।

সমমনাদের কর্মসূচি:

বেলা সাড়ে ১১টায় পল্টন মোড়ে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। বিকেল ৩টায় রাজধানীর এফডিসিসংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, বিজয়নগরে পানির ট্যাংকসংলগ্ন সড়কে ১২ দলীয় জোট, পুরানা পল্টন আল-রাজী কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট, এবং আরামবাগে সমাবেশ করবে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। এছাড়া দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্য এবং বেলা ১১টার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট।

প্রসঙ্গত, গত বছরের ২৪ ডিসেম্বর থেকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি পালন করে আসছে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দল ও জোট। আজকের কর্মসূচিই রমজানের আগে শেষ কর্মসূচি বলে জানা গেছে। ঈদের আগে দলের সাংগঠনিক আর কোনো কর্মসূচি নেই বলে জানা গেছে।

Link copied!