আসছে বৃহস্পতিবার(২৭ জুলাই) সরকার পতনের এক দফা দাবিতে মহাসমাবেশ করবে বিএনপি। তবে দলটি সমাবেশের জন্য যে দুটি জায়গা চেয়ে আবেদন করেছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই দুটি স্থানে অনুমতি না দিয়ে রাজধানীর সায়েদাবাদের গোলাপবাগে সমাবেশ করার পরামর্শ দেয়।ৎ
এই সমাবেশের ,ভেন্যু চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়ে বুধবার রাতেই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
বৃধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাত সাড়ে ৮টার দিকে এ সংবাদ সম্মেলন শুরু হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসমাবেশসহ সার্বিক বিষয় তুলে ধরবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপির পক্ষ থেকে মহাসমাবেশের ভেন্যু হিসেবে নয়াপল্টন কিংবা সোহরাওয়ার্দী উদ্যানের জন্য ডিএমপিতে আবেদন করা হয়েছিল। তবে বিএনপির পছন্দের দুটি ভেন্যুতে অনুমতি দেয়নি ডিএমপি।
বুধবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, “সোহরাওয়ার্দী উদ্যানে সভা-সমাবেশ করার বিষয়ে উচ্চ আদালতের অবজারভেশন রয়েছে। আমরা বিএনপির প্রতিনিধি দলকে গোলাপবাগ মাঠ দেখতে বলেছি।”
এসময় তিনি আরও বলেন, “বৃহস্পতিবার যেহেতু কর্মদিবস, সে কারণেই নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দিতে চান না তারা।এই দুই ভেন্যুতে অনুমতি দিলে জনভোগান্তি এড়ানো সম্ভব হবে না।”
ডিএমপির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার গণমাধ্যমকে বলেন, নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানের ভেন্যুগুলো পুলিশের পক্ষ থেকে যাচাই-বাছাই করে বিএনপিকে অনুমতি দেওয়া হয়নি। তাদেরকে গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ডিএমপির এমন বক্তব্যের পর সমাবেশের ভেন্যু চূড়ান্ত করতে রাতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।