প্রতারণার মামলায় সাদিয়া ইন্টারন্যাশনালের মালিককে কারাদণ্ড

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২২, ০৯:২৪ পিএম

প্রতারণার মামলায় সাদিয়া  ইন্টারন্যাশনালের মালিককে কারাদণ্ড

পণ্য আমদানির ঋণপত্র (এলসি) খুলে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাদিয়া ইন্টারন্যাশনালের মালিক নাজমুল হককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এই রায়ে নাজমুলকে কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও  তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেন। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, আসামি নাজমুল হক পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

রায়ের বিবরণ থেকে জানা যায়, ১৯৯৬ সালের ২৮ নভেম্বর প্রাইম ব্যাংক মতিঝিল শাখায় একটি চলতি হিসাব খোলেন নাজমুল হক। পরে তিনি ভারত থেকে ডিজেল ইঞ্জিনের যন্ত্রাংশ আমদানির জন্য ৪৯ হাজার ২০০ মার্কিন ডলার বা ২০ লাখ ৮৭ হাজার ৭২৭ টাকার দুটি এলসি খোলেন এবং ২৫ শতাংশ মার্জিনে ৫ লাখ ২৩ হাজার টাকা জমা দেন। কিন্তু মালামাল আমদানির পর বার বার তাগাদা দেওয়া সত্বেও নাজমুল হক ব্যাংক থেকে আমদানি করা মালামালের শিপিং ডকুমেন্ট ছাড় করেননি, কাস্টমস থেকে মালামালও খালাস করেননি। এর মাধ্যমে নাজমুল হক তার জমা দেওয়া ৫ লাখ ২৩ হাজার টাকা বাদে ব্যাংকের পাওনা বাবদ ১৫ লাখ ৬৪ হাজার ৭২৭ টাকা প্রতারণা ও ক্ষতিসাধনের মাধ্যমে আত্মসাত করেন বলে দুদকের বক্তব্য। এ অভিযোগে ২০১১ সালের ২৯ ডিসেম্বর দুদকের তৎকালীন উপ-পরিচালক গোলাম মোস্তফা মতিঝিল থানায় এ মামলা করেন। অভিযোগপত্র আদালতে দাখিল করলে ২০১৮ সালের ৪ এপ্রিল নাজমুল হকের বিরুদ্ধে বিচার শুরু হয়। 

Link copied!