সামনের কয়েকদিনে হবে বৃষ্টি, বাড়বে আরও শীত

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৩, ১১:০৭ পিএম

সামনের কয়েকদিনে হবে বৃষ্টি, বাড়বে আরও শীত

আবহাওয়া নিয়ে আরও একটি দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বাড়তে পারে শীতের তীব্রতা। এরই মধ্যে দেশের ১৮টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

পূর্বাভাসে বলা হয়, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সময় রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে পরবর্তী পাঁচদিনে দিন ও রাতের তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভূতি আরও তীব্রতর হতে পারে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পাশাপাশি যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Link copied!