এপ্রিল ৪, ২০২১, ০৪:৩৪ পিএম
প্রতিদিন অন্তত চার ঘণ্টা করে বিপণিবিতান খোলা রাখার দাবিতে রাজধানীর নীলক্ষেত এলাকায় রবিবার (৪ এপ্রিল) সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ওই এলাকার দোকানি ও ব্যবসায়ীরা। কয়েকশ বিক্ষোভকারী একত্রিত হয়ে এ সময় বেশ কিছু যানবাহন ভাঙচুর করে। সোমবার (৫ এপ্রিল) থেকে দেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। রোববার এক প্রজ্ঞাপনে লকডাউন বাস্তবায়নের ১১ দফা নির্দেশনা কঠোর বাস্তবায়নে নির্দেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
নির্দেশনার ৬ নম্বরে বলা হয়, ‘শপিং মলসহ অন্যান্য দোকানসমূহ বন্ধ থাকবে। তবে দোকানসমূহ পাইকারি ও খুচরা পণ্য অনলাইনের মাধ্যমে ক্রয়-বিক্রয় করতে পারবে। সে ক্ষেত্রে অবশ্যই সর্বাবস্থায় কর্মচারীদের মধ্যে আবশ্যিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং কোনো ক্রেতা সশরীরে যেতে পারবে না।’
এ ঘোষণার পর দুপুর সোয়া তিনটার দিকে নিউমার্কেট, গাউছিয়া, চন্দ্রিমা, ঢাকা কলেজসংলগ্ন বিপণিবিতানগুলোর দোকানি ও ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় লকডাউন বিরোধী স্লোগান দিয়ে সড়কে থাকা গাড়ি ভাঙচুর করে তারা।
তাদের দাবি, লকডাউনে বিপণিবিতান বন্ধের সিদ্ধান্ত বাতিল করতে হবে সরকারকে। তারা বলছেন, লকডাউনের মধ্যে দিনে অন্তত চার ঘণ্টা দোকান-পাট খোলা রাখার অনুমতি দিতে হবে।