মার্চ ১৩, ২০২১, ০১:১০ এএম
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিজয়ী হয়েছেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু। তিনি আওয়ামী সমর্থক সাদা প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বিএনপি সমর্থক নীল প্যানেলের প্রার্থী। সভাপতি ও সম্পাদক পদে বিজয়ীদের সাথে পরাজিতদের ভোটের ব্যবধান প্রায় ৯শ এর কাছাকাছি। শুক্রবার রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সদস্য পদের ভোট গণণা চলছিল। বাকি সম্পাদকীয় পদগুলোতে ভোট গণণা শেষ হয়।
এ সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বওয়ামী সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, সহ-সভাপতির দুটি পদের মধ্যে একটিতে এই প্যানেল থেকে বিজয়ী মুহাম্মদ শফিক উল্ল্যা, এই প্যানেল থেকে কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন। তিনি হলেন- ড. মো. ইকবাল করিম। এছাড়া সহ-সভাপতির দুটি পদের মধ্যে একটিতে সাদা প্যানেল থেকে বিজয়ী হয়েছেন তিনি হলেন-ব্যারিস্টার সাফায়েত সুলতানা রুমি। এছাড়া এই প্যানেল থেকে সাতটি সদস্য পদের মধ্যে চারটিতে এগিয়ে হয়েছেন বলে জানা গেছে।
এছাড়া বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) থেকে সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এই প্যানেল থেকে সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন জালাল উদ্দীন, সহসম্পাদক পদে বিজয়ী হয়েছেন-মাহমুদ হাসান। এই প্যানেল থেকে সদস্য পদে তিনজন প্রার্থী এগিয়ে রয়েছে বলে জানা গেছে। সে অনুযায়ী ২০২১-২০২২ সেশনের নির্বাচনে আওয়ামী সমর্থক সাদা প্যানেল থেকে সভাপতিসহ ৮টি পদে বিজয়ী হতে চলেছে। অন্যদিকে সম্পাদকসহ ৬টি পদে বিজয়ী হতে চলেছেন বিএনপি সমর্থক নীল প্যানেল থেকে।
এর আগে বুধ ও বৃহস্পতিবার দু'দিনব্যাপী এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৫ হাজার ৪শ ৮৬ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শুক্রবার দুপুর থেকে এই ভোট গণণা শুরু হয়। এ নির্বাচনে ১৪টি পদের বিপরীতে এ নির্বাচনে মোট প্রার্থী হন ৫১ জন। আর মোট ভোটার ছিল সাত হাজার ৭২১ জন আইনজীবী।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বিচারপতি (অব.) এ এফ এম আবদুর রহমান।