স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা বিভাগের ফাইল উধাওয়ের ঘটনার তদন্তে আরও তিন কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি কার্যালয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার (০২ অক্টোবর) বিকালে সিআইডির কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (জনসংযোগ) আজাদ রহমান।
এর আগে, গত ৩১ অক্টোবর আরো ছয়জনকে সিআইডি হেফাজতে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। তারা হলেন বেল্লাল পলাশ, আব্দুল বারী, আয়েশা সিদ্দিকা, যোশেফ সরদার, বাদল ও মিন্টু।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার নতুন তিনজনের পরিচয় জানাতে না পারলেও তারা নথি হারানোর কক্ষের বলে জানান তিনি।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে ১৭ নথিসহ একটি ফাইল হারিয়ে যাওয়ার কথা উল্লেখ করে গত ২৮ অক্টোবর শাহবাগ থানায় জিডি করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব নাদিরা হায়দার।