সেপ্টেম্বর ৫, ২০২২, ০২:০১ এএম
প্রায় এক হাজার মণ ওজনের রাইসমিলের বয়লার শ্রমিকদের ওপর ভেঙে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। চাপা পড়ে থাকতে পারেন আরও অনেকে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইলের গোপালপুরে উপজেলার ডুবাইল এলাকার একতা অটো রাইস মিলে।
নিহতরা হলেন: নাঈমুল ইসলাম, নুরুল ইসালাম ও নাজমুল ইসলাম। আহত এক জনের নাম বাবলু। এই শ্রমিকেরা সবাই কুড়িগ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মিলের বয়লার ছাদের ওপর ধসে পড়ে। এতে ভেতরে থাকা শ্রমিকেরা ধংসস্তুপের নিচে চাপা পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে গোপালপুর এবং ঘাটাইল ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করে। ধ্বংসস্তুপের নিচ থেকে এখন পর্যন্ত তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তুপের নিচে আরও শ্রমিক থাকতে পারেন বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, দোতলা একতা রাইস মিলটি ছাদসহ ধসে পড়ে শ্রমিকদের ওপর। এ পর্যন্ত তিনজন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। ঘটনাস্থলটি পুলিশ ঘিরে রেখেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।