শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান (দাদা ভাই) নিয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল রবিবার রাতে বাসায় অসুস্থ হয়ে পড়লে ৮২ বছর বয়সী এই রাজনীতিবিদকে রাজধানীর শমরীতা হাসপাতালে ভর্তি করা হয়। সিরাজুল আলম খানের ভাই ফেরদৌস আলম খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বড় ভাইয়ের চিকিৎসা চলছে। সিরাজুল আলম খানের আরোগ্য কামনায় তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন সিরাজুল আলম খান। দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার পর গত কয়েক বছর ধরে রাজধানীতে ভাইদের সাথে বসবাস করছেন চিরকুমার এই রাজনীতিক।
ষাটের দশকের প্রথমার্ধে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্দোলন পরিচালনায় স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা স্বাধীনতার নিউক্লিয়াস গঠিত হয়। বঙ্গবন্ধুরও ঘনিষ্ঠ সাহচর্যে থাকা তৎকালীন ছাত্রলীগ নেতা সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক ও কাজী আরেফ আহমেদের নেতৃত্বে এই পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ ছাত্রলীগ ভেঙে দুই ভাগ হয়। এরপর ১৯৭২ সালে সিরাজুল আলম খানের উদ্যোগে রাজনৈতিক দল জাসদ প্রতিষ্ঠা হয়। তিনি কখনও দলের নেতৃত্বে ছিলেন না। জাসদ গঠন ও ১৯৭৫ সালের ৭ই নভেম্বরে অনুষ্ঠিত 'অভ্যুত্থান’এর ‘নেপথ্য পরিকল্পনাকারী’ ছিলেন সিরাজুল আলম খান। জাসদ নেতাদের ‘তাত্ত্বিক গুরু’ হিসেবে তিনি পরিচিত। তাকে অনেকে ‘দাদা ভাই’ নামে ডাকেন।
রাজনীতিতে তিনি কখনও জনসম্মুখে আসতেন না। দিতেন না কোনো বক্তব্যও। অনেকটা নিরবে থেকেই জাসদকে পরামর্শ ও দিক নির্দেশনা দিতে। একারণেই তিনি দেশের রাজনীতিতে ‘রহস্য পুরুষ’ হিসেবে ব্যাপক পরিচিত।