ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৮, ২০২১, ১১:১০ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের মধ্য দিয়ে প্রায় দেড় বছর পর আবারও হরতালে ফিরেছে বাংলাদেশ। রবিবার সকালে হরতালের সমর্থনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন হেফাজতের নেতাকর্মীরা। সেসময় তারা সড়কের কয়েকটি স্থানে টায়ার, গাছের গুঁড়ি জ্বালিয়ে বিক্ষোভ করেন।

সরেজমিনে দেখা যায়, ভোর ৭টার পর হরতাল সমর্থনে হেফাজতের কর্মীরা আশপাশ এলাকা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় জড়ো হতে থাকেন। সেসময় হরতাল সমর্থনকারীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

পরে সকাল সাড়ে ৯টর দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় হেফাজতের নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ ঘটে। সেসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পরিস্থিতি সামলাতে টিয়ার শেল ও শটগানের গুলি ছুঁড়ে পুলিশ।

নারায়ণগঞ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান জানান, হরতালের সমর্থনে মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধ তৈরি করে বিক্ষোভ করেছেন হেফাজতের নেতাকর্মীরা। তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ।

হরতালকে কেন্দ্র করে শহরের ডিআইটি, চাষাঢ়া, সাইনবোর্ড, শিমরাইলসহ বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাব ও বিজিবি  সদস্যরাও মাঠে রয়েছেন।

Link copied!