২১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সীতাকুণ্ডের তুলার গুদামের আগুন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১২, ২০২৩, ০৯:৫৮ এএম

২১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সীতাকুণ্ডের তুলার গুদামের আগুন

ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ১৮টি ইউনিটের চেষ্টায় সীতাকুণ্ডের ইউনিটেক্সের তুলার গুদামের আগুন ২১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শনিবার মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রবিবার (১২ মার্চ) ভোরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল মালেক।

তিনি জানান, তুলার আগুন হওয়ায় এখনো থেমে থেমে জ্বলছে। তাই পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে। তবে এখন আর শঙ্কার কিছু নেই।

ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, ‘এখনো আমরা আগুন নিয়ন্ত্রণে ব্যস্ত। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এরই মধ্যে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৫ কর্মদিবসের মধ্যে তারা রিপোর্ট দেবেন।’

রাত ৯টার দিকে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বদিউল আলমকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, কমিটিতে অতিরিক্ত পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সুপার, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের ডিআইজি, সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা, সীতাকুণ্ডের ওসি, বিটিএমসির প্রতিনিধি, বিস্ফোরক পরিদফতরের প্রতিনিধি ও বিটিএমইএর প্রতিনিধি রয়েছেন। পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Link copied!