২৪ ঘণ্টা সম্প্রচারে বিটিভির চট্টগ্রাম কেন্দ্র

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২১, ০৯:৩৬ পিএম

২৪ ঘণ্টা সম্প্রচারে বিটিভির চট্টগ্রাম কেন্দ্র

প্রতিষ্ঠার রজতজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রের ২৪ ঘণ্টা সম্প্রচারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী মানুষের মন ও মননের ইতিবাচক পরিবর্তনে বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

রবিবার (১৯ ডিসেম্বর) বিকেলে নগরীর পাহাড়তলীতে বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রে আয়োজিত রজতজয়ন্তীর অনুষ্ঠানে ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচারের উদ্বোধন ঘোষণা করেন।

ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “বন্দরনগরী চট্টগ্রামের ভাষা, শিল্পসাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য-কৃষ্টি বিকাশের লক্ষ্যে ১৯৯৬ সালে বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। ২০২০ সালের ২৪ জানুয়ারি এই কেন্দ্রের সম্প্রচার ১২ ঘণ্টায় এবং এ বছরের ১০ জানুয়ারি ১৮ ঘণ্টায় উন্নীত করা হয়। রজতজয়ন্তী উপলক্ষে এবার ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু হলো। সমাজ সংস্কারে টেলিভিশনসহ গণমাধ্যম বিশেষ ভূমিকা পালন করে। আমি আশা করব, বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান প্রচারের মধ্য দিয়ে টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র মানুষের মন ও মননের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে।”

বর্তমান সরকার অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাস করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশনের পাশাপাশি দেশে এখন ৪৫টি বেসরকারি টেলিভিশন, ২৮টি এফ এম ও ৩২টি কমিউনিটি রেডিওর সম্প্রচার চলমান আছে। এর বেশিরভাগই আমাদের সরকার অনুমোদন দিয়েছে। আমরা সম্প্রচার নীতিমালা ও অনলাইন গণমাধ্যম নীতিমালা করেছি। বর্তমানে দেশের সব টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে।”

চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হাসান এবং চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য।

Link copied!