দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সাংসদ হাজি মো. সেলিম ২৫ মের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছে তাঁর আইনজীবী সাঈদ আহমেদ। তিনি জানিয়েছেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে হাজি সেলিমের ১০ বছর সাজা বহাল রেখে হাইকোর্ট রায় দেন। গত ১০ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজি সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এ সময়সীমার মধ্যেই ১০ বছরের দণ্ড নিয়ে গত শনিবার কঠোর গোপনীয়তায় দেশ ছাড়েন আওয়ামী লীগ নেতা হাজি সেলিম। তাঁর এই দেশত্যাগ নিয়ে সমালোচনা হয়।
হাজি সেলিমের আইনজীবী সাঈদ আহমেদ বিকেলে বলেন, হাইকোর্ট হাজি সেলিমকে আত্মসমর্পণ করতে ৩০ দিন সময় বেঁধে দিয়েছেন। দণ্ডিত হলেও নির্ধারিত ৩০ দিন পর তা কার্যকর হবে। তাই এই সময়ে তিনি একধরনের জামিন সুবিধায় আছেন। হাইকোর্টের রায় বিচারিক আদালত গত ২৫ এপ্রিল গ্রহণ করেন। এ হিসাবে ২৫ মে পর্যন্ত তাঁর আত্মসমর্পণ করার সময় আছে।