৩০ ডিসেম্বর গণমিছিল ও বিক্ষোভ করবে গণতন্ত্র মঞ্চ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২২, ০১:৪২ পিএম

৩০ ডিসেম্বর গণমিছিল ও বিক্ষোভ করবে গণতন্ত্র মঞ্চ

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে নামা গণতন্ত্র মঞ্চ আগামী ৩০ ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি দিয়েছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

গণতন্ত্র মঞ্চের নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ৩০ ডিসেম্বর গণতন্ত্রের জন্য কালো দিন। এর সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চলমান আছে। এ ব্যাপারে বিএনপির সঙ্গে ঐকমত্য হয়েছে। এই দিন দেশব্যাপী র‍্যালি, বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।

তিনি জানান, ঢাকায় মহানগরীতে ৩০ ডিসেম্বর বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের পর মিছিল শুরু হবে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর যে নির্বাচনে জিতে আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে ক্ষমতাসীন, সে নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে গণমিছিলের জন্য এই দিনটি বেছে নেওয়ার কথা জানিয়েছেন মঞ্চের নেতারা।

সরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন সরকার গঠন, নির্বাচনের পরিবেশ তৈরি, সামগ্রিক শাসনব্যবস্থার পরিবর্তনের দাবিতে গণতন্ত্র মঞ্চ এ আন্দোলনের কর্মসূচি দিয়েছে বলে জানানো হয়।

Link copied!