৭ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৪, ২০২২, ০৩:১৭ পিএম

৭ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের নির্দেশ

কোরবানির ঈদের ছুটির আগে ৭ জুলাইয়ের মধ্যে তৈরি পোশাকসহ সব খাতের শ্রমিকদের জুন মাসের বেতন ও বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নজান সুফিয়ান। গত ২৮ ও ২৯ জুন শ্রমভবনে মালিক-শ্রমিক ও সরকারি সংস্থাগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) এবং আরএমজি বিষয়ক দ্বিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি টিসিসি) সভার সিদ্ধান্ত অনুযায়ী রবিবার এক বিবৃতিতে তিনি এই নির্দেশনা দেন।

বিবৃতিতে প্রতিমন্ত্রী বলেন, “দুটি সভায় সিদ্ধান্ত হয়েছে গার্মেন্টসসহ রাষ্ট্রায়ত্ব, বেসরকারি, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক সব খাতের শ্রমিকদের ঈদুল আযহার বোনাস, জুন মাসের বেতন ঈদের ছুটির আগে ৭ জুলাইয়ের মধ্যেই মালিকরা পরিশোধ করবেন। “

এছাড়া যদি কোনো শ্রমিকের বেতন বকেয়া থাকে, সেটাও মালিকপক্ষকে পরিশোধে নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। কোরবানির ঈদ আগামী ১০ জুলাই। এর আগের দুই দিন শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ৭ জুলাই হবে ঈদের আগে শেষ কর্মদিবস।

সভায় সিদ্ধান্ত হয়, সরকারি এবং ঈদের ছুটি মিলিয়ে মালিক-শ্রমিক প্রতিনিধিরা আলোচনার মাধ্যমে কর্মীদের ছুটির বিষয়টি ঠিক করবেন। তবে জরুরি রপ্তানির প্রয়োজনে শ্রমিকদের সাথে আলোচনা সাপেক্ষে ছুটি সুবিধামতো আগে-পরে করা যাবে বলে বিবৃতিতে বলা হয়।  

Link copied!