ডিসেম্বর ৮, ২০২২, ০৮:৩৮ পিএম
রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি গায়ে শটগান হাতে এক যুবকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ওই যুবকের ছবি ফেসবুকে শেয়ার করে অনেকেই তাকে ছাত্রলীগের নেতা বলে দাবি করেন। অবশেষে তার পরিচয় শনাক্ত করেছে পুলিশ। মাহিদুর রহমান নামে ওই যুবক বাংলাদেশ আনসারের সদস্য।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আল আমিন বলেন, ‘এ ঘটনায় আমি মর্মাহত। আমার পরিবারের সদস্যদের ছবি নিয়েও নানা গুজব ছড়ানো হচ্ছে। একজন ছাত্র হিসেবে আমাদের সঙ্গে এসব কাম্য নয়। আমি শুধু বলতে চাই, ছবির ব্যক্তিটি আমি নই। এ ঘটনার পর আমি ফোন কলে প্রচুর হুমকি পেয়েছি। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। ’
রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় অস্ত্র হাতে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে গুলি করা ব্যক্তি ছাত্রলীগের কেউ নন বলে দাবি করেছেন গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশীদ।
বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি। হারুন অর রশীদ বলেন, ‘নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষে আর্জেন্টিনার জার্সি গায়ে অস্ত্র হাতে থাকা ব্যক্তি ছাত্রলীগের কেউ নন, তিনি একজন আনসার সদস্য। ’