ডিসেম্বর ৯, ২০২১, ০৩:২৩ পিএম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “বিএনপি নেতা আলালের এমন অরাজনৈতিক কুরুচিপূর্ণ ভাষাকে কীভাবে রাজনীতিতে সজ্জন বলে বিবেচিত মীর্জা ফখরুল সাহেবরা যৌক্তিকতা আছে বলে পাবলিকলি সার্টিফিকেট দেন? তাহলে জনগণ ধরে নিচ্ছে তাদের সব অপপ্রচার আর বিষোদগারের মতো লোক দেখানো ভদ্রতাও একধরণের মুখোশ?”
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ওবায়দুল কাদের গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, “দেশবাসী দেখেছে একজন প্রতিমন্ত্রীর দায়িত্বহীন বক্তব্য এবং অসদ আচরণের জন্য দেশরত্ন শেখ হাসিনা ছাড় দেননি। আর তার বিপরীতে দেশবাসী দেখলো বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলের একজন নেতার অশালীন বক্তব্যকে নির্লজ্জভাবে কীভাবে দলীয়ভাবে সমর্থন দিল।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি লালন করে প্রতিহিংসা, ষড়যন্ত্র আর পরশ্রিকাতরতা। তাদের মাঝে কৃতজ্ঞতাবোধ নেই। তারা জন্মলগ্ন থেকে রাজনীতির সুষ্ঠু ধারা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিবেশকে কলুষিত করে আসছে।”
তিনি বলেন, “বিএনপি এমন একটি দল যাদের শিষ্টাচার কখনই ছিল না। দলগতভাবে তারা শিষ্টাচার বর্জিত দল। না হলে শোকসন্তপ্ত মাকে সান্ত্বনা দিতে বঙ্গবন্ধু কন্যাকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে হতো না। গণভবনে বঙ্গবন্ধু কন্যার চায়ের আমন্ত্রণেও খালেদা জিয়ার অশালীন মন্তব্য শুনেছিল দেশবাসী। শিষ্টাচারহীনতা, অশালীনতা তাদের মজ্জাগত।”
বিএনপি নেতা আলালকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “জাতির পিতাকে সপরিবারে হত্যা এবং শেখ হাসিনাকে গ্রেনেড হামলা চালিয়ে হত্যা চেষ্টার পরও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাজনীতিতে মানবিকতা এবং সহিষ্ণুতার যে নজির স্থাপন করেছেন, তা সমকালীন বিশ্বে নজিরবিহীন। আমি অশ্লীল বক্তব্য প্রদানকারী অভিযুক্ত বিএনপি নেতাকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। তা না হলে ধরে নেব, এটা বিএনপির দলীয় বক্তব্য। সেক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ তা রাজনৈতিকভাবে মোকাবিলা করব।”