‘ইকবালকে ধরার চেষ্টা চলছে,হয়তো লুকিয়ে রাখা হয়েছে’

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২১, ২০২১, ০৫:১১ পিএম

‘ইকবালকে ধরার চেষ্টা চলছে,হয়তো লুকিয়ে রাখা হয়েছে’

মন্দিরের পূজামণ্ডপে কোরআন রাখা ইকবালকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চলছে জানিয়ে স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,‘যারা তাকে পূজামণ্ডপে কোরআন রাখতে পাঠিয়েছিল হয়ত তারা তাকে লুকিয়ে রেখেছে।’

বৃহস্পতিবার(২১ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখা ব্যক্তি হিসেবে চিহ্নিত ইকবাল হোসেন মোবাইল ফোন ব্যবহার না করায় তার অবস্থানও জানা যাচ্ছে না। তাকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা নেওয়া হয়েছে। যারা তাকে পূজামণ্ডপে কোরআন রাখতে পাঠিয়েছিল হয়ত তারা তাকে লুকিয়ে রেখেছে।’

বৃহস্পতিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: সংগৃহীত

কুমিল্লার ঘটনায় গ্রেপ্তার হওয়াদের জনসম্মুখে আনা হবে কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নে  আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কুমিল্লার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দায়ী ব্যক্তিকে আমরা চিহ্নিত করেছি। কুমিল্লা মাজারের সঙ্গে যে মসজিদ, সেটি প্রসিদ্ধ একটি মসজিদ। লোকটি (যাকে চিহ্নিত করা হয়েছে) রাত ৩টার দিকে কয়েকবার (সেখানে) গিয়েছেন। সেখানে তিনি মসজিদের খাদেমের সঙ্গে কথাবার্তা বলেছেন।

তিনি বলেন, ‘আমাদের অভিজ্ঞ টিম দীর্ঘক্ষণ এটা অ্যানালাইসিস করে সুনিশ্চিত হয়েছে। এই ব্যক্তিটি (ইকবাল) মসজিদ থেকে কোরআন এনে রেখেছেন, সেটা তারই কর্ম। কোরন আন রেখে তিনি মূর্তির গদাটি কাঁধে নিয়ে গেছেন, সেই দৃশ্যটিও আপনারা দেখেছেন।

কক্সবাজারে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার আপডেট তথ্য সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘মুহিবুল্লাহকে যারা মার্ডার করেছে, প্রায় সবাইকেই আমরা ধরে ফেলেছি। জিজ্ঞাসাবাদের পরে বিস্তারিত জানাতে পারব। আমাদের সিকিউরিটির কোনো দুর্বলতা নেই।’

Link copied!