আদানির সম্পদ এক বছরে বেড়েছে ৪৯ বিলিয়ন ডলার!

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৭, ২০২২, ১০:৪৬ পিএম

আদানির সম্পদ এক বছরে বেড়েছে ৪৯ বিলিয়ন ডলার!

এশিয়ার দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তি গৌতম আদানি গত বছর নিজের সম্পদ ৪৯ বিলিয়ন ডলার বাড়িয়েছেন। বাংলাদেশি টাকায় এই মুদ্রার পরিমাণ ৪ লাখ ২১ হাজার কোটি টাকারও বেশি। সম্পদ বৃদ্ধির নিরিখে যা বিশ্বের শ্রেষ্ঠ ধনী ইলোন মাস্ক, জেফ বেজোস কিংবা বার্নার্ড আর্নল্টকে ছাড়িয়ে গেছেন তিনি।

‘এমথ্রিএম হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২২’ থেকে এ তথ্য জানা গেছে।

 

টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমে খবরে বলা হয়, ভারতের আরেক শিল্পপতি রিলায়েন্স গ্রুপের মালিক মুকেশ আম্বানি এখনও এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তির শিরোপাটি ধরে রেখেছেন। তাঁর সম্পদের পরিমাণ ১০ হাজার ৩০০ কোটি ডলার। অর্থাৎ প্রায় ৯ লাখ কোটি টাকারও বেশি। গত বছর তাঁর সম্পদ বেড়েছে ২৪ ভাগ। একই সময়  আদানির সম্পদ বেড়েছে ১৫৩ শতাংশ। গত ১০ বছরে আম্বানির সম্পদ বেড়েছে ৪০০ শতাংশ। আর আদানির বেড়েছে ১ হাজার ৮৩০ শতাংশ।

ভারতে শীর্ষ ধনী ব্যক্তির তালিকায় তৃতীয় স্থানে আছেন এইচসিএলের শিব নাদার। তাঁর সম্পত্তির পরিমাণ ২ হাজার ৮০০ কোটি ডলার। অর্থাৎ সোয়া ২ লাখ কোটি টাকার বেশি। সেরাম ইনস্টিটিউটের সাইরাস পুনাওয়ালা আছেন চতুর্থ স্থানে। অন্যদিকে, পঞ্চম স্থানে আছেন ‘স্টিল ম্যাগনেট’ লক্ষ্মীনিবাস মিত্তাল।

গৌতম আদানি ২০২০ সালে ‘আদানি গ্রিন’ নামে নবায়নযোগ্য বিদ্যুৎ কোম্পানি চালু করেন। ওইসময়  ৫৯ বছর বয়সী আদানির সম্পত্তির পরিমাণ ১৭ হাজার কোটি ডলার থেকে বেড়ে ৮১ হাজার কোটি ডলারে দাঁড়ায়। হুরুন গ্লোবাল রিচ লিস্টে এবার ৬৯টি দেশের ২ হাজার ৫৫৭টি কোম্পানির ৩ হাজার ৩৮১ জন ধনী স্থান পেয়েছেন।

Link copied!