কমতে পারে চকলেটের দাম

জাতীয় ডেস্ক

জুন ৬, ২০২৪, ১১:০৮ এএম

কমতে পারে চকলেটের দাম

প্রতীকী ছবি

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চকলেটের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

অর্থমন্ত্রী বলেন, “চকলেট জাতীয় পণ্যকে ফুড সাপ্লিমেন্ট ঘোষণায় আমদানির মাধ্যমে শুল্ক ফাঁকির প্রবণতা দেখা যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ধরণের মিথ্যা ঘোষণার প্রবণতা রোধ করতে চকলেটের বিপরীতে আরোপ করা ৪৫% সম্পূরক শুল্ক কমিয়ে ২০% করা যেতে পারে।। এতে চকলেটের ওপর বিদ্যমান করভার ১২৭.৭২% থেকে কমে ৮৯.৩২% হবে।”  

২০২৪-২৫ অর্থবছরে প্রস্তাবিত এ বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। যা আগের অর্থ বছরের (২০২৩-২৪) চেয়ে ৩৬ হাজার কোটি টাকার বেশি। চলতি অর্থ বছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা।

প্রস্তাবিত এ বাজেটের প্রতিপাদ্য ‍‍‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার‍’।

Link copied!