বাংলাদেশ ব্যাংক-আইএমএফের নামে ভুয়া ওয়েবসাইট, ঋণের প্রলোভন

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৮, ২০২৫, ০৬:৪৭ পিএম

বাংলাদেশ ব্যাংক-আইএমএফের নামে ভুয়া ওয়েবসাইট, ঋণের প্রলোভন

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বাংলাদেশ ব্যাংকের নাম বা লোগো ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপ তৈরি করে ঋণ দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে। এক্ষেত্রে কাউকে ফাঁদে না পড়তে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার, ০৮ অক্টোবর এক সতর্কবার্তায় বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এর সঙ্গে বাংলাদেশ ব্যাংক বা আইএমএফের কোনো সংশ্লিষ্টতা নেই। 

জনসাধারণকে সতর্ক করে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এর মাধ্যমে জনসাধারণ আর্থিক প্রতারণার শিকার হতে পারে বা বিভিন্ন আইনগত ঝুঁকিতে পড়তে পারে। এ জন্য এসব ওয়েবসাইট বা অ্যাপসে নাম, ঠিকানা, মোবাইল নম্বরসহ কোনো তথ্য না দেয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

এ ধরনের অপরাধমূলক কার্যক্রম পরিহারে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

Link copied!