সংগৃহীত ছবি
চলতি মাসে তিন দফা বাড়ানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছে। এতে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরিতে দাম কমেছে ৮৪১ টাকা।
শনিবার বিকাল সাড়ে ৩টা থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস)।
নতুন দাম অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৯৬ টাকা হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস।
এর আগে গত ১৮ এপ্রিল সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬৪ টাকা বাড়িয়েছিল সংগঠনটি।
এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয় ১ লাখ ১৯ হাজার ৬৩৭ টাকা, যা দেশের বাজারে সর্বোচ্চ। তার আগে যা ছিল ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা।