দেশে আবারও রেকর্ড পরিমাণে বাড়লো স্বর্ণের দাম

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৭, ২০২৪, ১১:২৪ পিএম

দেশে আবারও রেকর্ড পরিমাণে বাড়লো স্বর্ণের দাম

সংগৃহীত ছবি

আবারও স্বর্ণের দাম বেড়ে দেশের বাজারের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছেছে। প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা, যা আগে ছিল ১ লাখ ১১ হাজার টাকা।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বৃদ্ধি পাওয়া দাম জানিয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) পক্ষ থেকে বলা হয় আগামীকাল থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় ভরিপ্রতি দাম ১ হাজার ৪০০ টাকা বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি।

বাজুসের তথ্য অনুযায়ী, এর আগে সর্বশেষ গত ২৪ ডিসেম্বর সোনার দাম ১ লাখ ১১ হাজার ৪১ টাকা, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ। এক মাসের কম সময়ের ব্যবধানে আবারও রেকর্ড গড়লো স্বর্ণের দাম।

২১ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ২৮৩ টাকা বেড়ে দাঁড়াবে ১ লাখ ৭ হাজার ৩০৯ টাকা ভরি। ১৮ ক্যারেট মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বেড়ে নতুন দাম বেড়ে দাঁড়াবে ৯২ হাজার ২৯ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৯৩৩ টাকা বেড়ে প্রতি ভরি দাঁড়াবে ৭৬ হাজার ৬৩২ টাকায়।

Link copied!