ঋণ কর্মসূচি পর্যালোচনা করতে আইএমএফ প্রতিনিধি দল ঢাকা আসছে আজ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৫, ২০২৫, ০২:৪৭ পিএম

ঋণ কর্মসূচি পর্যালোচনা করতে আইএমএফ প্রতিনিধি দল ঢাকা আসছে আজ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির জন্য সরকারের সংস্কার অগ্রগতি পর্যালোচনা করতে সংস্থাটির প্রতিনিধি দল ঢাকায় আসছে।

শনিবার, ০৫ এপ্রিল প্রতিনিধি দলটি ঢাকায় আসবে। খবর দ্য ডেইলি স্টার।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আইএমএফ প্রতিনিধি দলটি ঋণ শর্তের অধীনে বিভিন্ন কাঠামোগত সংস্কার পর্যালোচনায় আগামীকাল থেকে দুই সপ্তাহ ঢাকায় সরকারের মূল সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে।

আগামীকাল সকালে প্রতিনিধি দলটি অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করবে বলে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

আইএমএফ কর্মকর্তারা অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।

আগামী ১৭ এপ্রিল আইএমএফ দল ও অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের মধ্যে বৈঠকের পর সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে প্রতিনিধি দলটির সফর শেষ হবে।

Link copied!