জানুয়ারি ৯, ২০২৪, ০৭:৫২ পিএম
বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যে টার্গেট (লক্ষ্যমাত্রা) দিয়েছে, তা কখনো পূরণ করা যাবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ব্যাংকিং খাত নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতে আমরা রিফর্ম এনেছি। এই রিফর্মের কারণে আমরা এখনো জীবিত আছি। যদি আমাদের ৬-৯ সুদের হার না থাকত, আমরা যদি আগের মতো সুদের হার ২২-২৪ শতাংশ রাখতাম তাহলে এতদিন আমরা কোথায় চলে যেতাম। আমরা হারিয়ে যেতাম। দেশের অর্থনীতি হারিয়ে যেত, দেশের মানুষ হারিয়ে যেত। কিন্তু আজকে আমরা সেই কাজটি করতে দেয়নি। প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে বিশ্বাস করতেন এটি সম্ভব।
এখন সুদের হার আবারও বাড়ানো নিয়ে তিনি বলেন, খাপ খাওয়ানো গেলে সুদের হার বাড়ানোই যায়। আমরা তা করতে পারব না। আমরা অমাদের ছোট ব্যবসায়ী এবং মাঝারি উদ্যোক্তাদের রক্ষা করেছি। পরে আমাদের খেলাপি ঋণ বেড়ে যাচ্ছিল। খেলাপি ঋণ যাতে না বাড়ে সে জন্য আমরা এটিকে বাস্তব অবস্থার নিয়ে আসছি। আমরা সময় বাড়িয়ে খেলাপি হতে দেয়নি। দুই একটা ক্ষেত্রে আমরা অস্বাভাবিক লেনদেন লক্ষ্য করেছি। সেগুলো এবার থাকবে না আশা করছি।