মূল্যস্ফীতি এখন ৯.৫ শতাংশের ওপরে

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুলাই ৭, ২০২৪, ০১:২৩ পিএম

মূল্যস্ফীতি এখন ৯.৫ শতাংশের ওপরে

ছবি: সংগৃহীত

চলতি বছর জুনে মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনও সেটা ৯ দশমিক ৫ শতাংশের ওপরে রয়েছে। রোববার (৭ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে। পরিসংখ্যান অনুযায়ী জুনে খাদ্যপণ্যের দাম কমে আসায় মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ৭২ শতাংশে দাঁড়ায়। এর আগে মে মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮৯ শতাংশ।

জুনের পরিসংখ্যান অনুযায়ী ২০২৩-২৪ অর্থ বছরে গড় মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৩ শতাংশে, যা চলতি অর্থ বছরের জন্য সরকারের ৭ দশমিক ৫ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি।

গত বছর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক বেশ কয়েকবার সুদের হার বাড়ালেও এক বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে ভোক্তা মূল্যস্ফীতি রয়েছে ৯ শতাংশেরও ওপরে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতিতে আরও কড়াকড়ি আরোপের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।

এর আগে ২০২২-২৩ অর্থ বছরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক শূন্য ২ শতাংশ। বিবিএসের তথ্য অনুযায়ী জুনে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ১০ দশমিক ৪২ শতাংশে নেমেছে। মে মাসে যে হার ছিল ১০ দশমিক ৭৬ শতাংশ। একই সময় খাদ্য-বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ১৫ শতাংশে নেমে আসে, যা ১ মাস আগে ছিল ৯ দশমিক ১৯ শতাংশ।

Link copied!